ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট

চাঁদপুরের  ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট।

২৩ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা র্নিবাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহারের র্নিদেশে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পুটিয়া এলাকায় অবৈধ ভাবে কৃষিজমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন।

আরও পড়ুন…  ফরিদগঞ্জে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ড্রেজার মালিক

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার  চাঁদপুর টাইমসকে জানান, অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি।

প্রসঙ্গত,   ফরিদগঞ্জে ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করায় ১৭ জানুয়ারি সোমবার এই ড্রেজার মালিক আব্দুর রশিদকে কৌশলে আটক করে এলাকার গন্য-মান্য মানুষের সহযোগিতায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে প্রশানকে তোয়াক্কা না করে ড্রেজারটি না সরিয়ে তিনি বালি উত্তোলন করতে থাকেন।

প্রতিবেদক: শিমুল হাছান,২৩ জানুয়ারি ২০২২

 

 

Share