ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লাড়ুয়া এলাকার পুটিয়া গ্রামের গাজী বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ মে সোমবার দুপরে এই অভিযান চালায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানা পুলিশ। তবে অভিযান কালে ড্রেজিং কাজে জড়িতদের কাউকেই পায়নি নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
এ বিষয়ে স্থানীরা ক্ষোব প্রকাশ করে বলেন, গত প্রায় ২০ দিন ধরে উপজেলার ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লাড়ুয়া গ্রামের গাজী বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে আসছেন সরকার দলীয় কিছু প্রভাবশালীরা।
প্রতিবেদকঃশিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur