কচুয়ায় অবৈধ জাল ও বেল দিয়ে অবাধে পোনা মাছ নিধন

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন খাল-বিলে বর্ষার পানি প্রবেশের পর থেকেই মাছ শিকারের ধুম পড়ে গেছে। খাল-বিলে পানি প্রবেশের পথেই ছোট ছোট বেল,বেড় ও সুতি জাল দিয়ে ডিমওয়ালা মা মাছ নিধন করা হয়েছে।

নিষিদ্ধ কারেন্ট জাল, বাদাই জাল, বেল ও বেড় সহ নানা উপকরণ দিয়ে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির ছোট মাছ।

উপজেলার গুগড়ার বিল,জলা তেতৈয়া,বায়েক,সাচারসহ বিভিন্ন বিলসহ উন্মুক্ত জলাশয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জালসহ নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধনে মেতে ওঠেছে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি। করোনাকালীন অলস সময় কাজে লাগিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের মাছ শিকারের প্রবণতা আরও বেড়েছে।

স্থানীয় এলাকাবাসীরা বলেন,কচুয়া সহ বিভিন্ন বাজারে গ্রাম থেকে নানান প্রজাতির মা ও পোনা মাছ ধরে নিয়ে আসা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এক সময় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।

কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান বলেন, মা মাছ ও পোনা মাছ নিধন এটা সম্পূর্ন বেআইনি। কিছু অসাধু লোক বেল,কারেন্ট জাল সহ বিভিন্ন উপকরণ দিয়ে পোনা মাছ গুলো নিধন করছে বলে আমাদের কাছে খবর আসছে। মা মাছ ও পোনা মাছ নিধন রোধ,উচ্ছেদ অভিযান এবং সবাইকে সচেতন করতে অভিযান শুরু হয়েছে।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ৮ জুলাই ২০২১

Share