শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের অবৈধ কমিটির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মেহের ডিগ্রি কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার সাড়ে ১১টায় কলেজ গেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বলেন, কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়দানকারী কমিটিকে সম্পূর্ণরুপে অগণতান্ত্রিক, অবৈধ ও অছাত্রের কমিটি বলে আখ্যা দেয়। বাংলাদেশ ছাত্রলীগ একটি গণতান্ত্রিক ধারায় পরিচালিত সংগঠন। যারা ছাত্রলীগের পরিচয় বহন করে গোপনে নিজেদের মনগড়াভাবে সংবাদ মাধ্যমসহ বিভিন্নভাবে নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদেরকে হুঁশিয়ারী করে দেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রলীগের কমিটি হবে স্বচ্ছভাবে ভোটাধিকারের মাধ্যমে। যাতে প্রকৃত ছাত্রলীগের নেতা-কর্মীদের মূল্যায়ন হবে। ছাত্রলীগের কমিটিতে কোনো নেশাগ্রস্ত ও ঠিকাদারী ব্যক্তিদের স্থান থাকবে না বলেও তারা উল্লেখ করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক বোরহান জামান, ছাত্রলীগ নেতা ইয়াছিন বাদশা, রাশেদ আলম পাটওয়ারী, মহিন পাটোয়ারী, খোকন, কাজী রুবেল, আল-আমিন, তারেক, সাব্বির, নাসির, সুজন, ওবায়েদ, বোরহান উদ্দিন, হোসেন, মারুফ, জসিম, মেহেদী, সাজ্জাদ, নাহিদুল, রুবেল হোসেন, কাঊছার হামিদ, আরাফত, অপু, ইউসুফ, আরিফ, মজিব, হাবিব, সাখাওয়াত, ইয়াকুব, আবু হানিফ, আলমগীর, তারেক আজিজ, কাঊছার প্রমুখ।
এদিকে মানববন্ধন চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিনের সমর্থকরা বাধা প্রদান করে। ওই সময় দু’পক্ষের বাকবিতন্ডার সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে বেশ ক’বার উত্তেজনা ও মারমুখী অবস্থান তৈরি হয়।
একপর্যায়ে মানববন্ধনে অংশরত ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিনকে ছাত্রলীগের অপর পক্ষ ধাক্কা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাদের সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিনের পক্ষে সমর্থকরা একটি আনন্দ মিছিল করে।
মিছিল শেষে মেহের ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি দীর্ঘদিন না হওয়ায় তারা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি নতুন কমিটির আহবান জানান।
শাহরাস্তি করেসপন্ডেন্ট
||আপডেট: ০৭:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur