অবাক করা দৃশ্য বরফের নদী (ভিডিওসহ)

সম্প্রতি একটি ভিডিও অবাক করছে সারাবিশ্বকে। ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমির ওপর দিয়ে বয়ে চলছে একটি বরফের নদী।

আর এ নদীর অবস্থান ইরাকে। ভিডিওটি যে সময় ধারণ করা হয়েছে, সে সময় দেশটির এক অংশে বন্যায় ভেসে যাচ্ছে।

একদিকে ঝড়-বৃষ্টি আর অন্যদিকে মরুভূমির তপ্ত বুকে বয়ে চলছে বরফের নদী, যা অবাক করছে সারাবিশ্বকে।

এই বরফ নদীর নাম দেয়া হয়েছে স্যান্ড রিভার বা বালি নদী। ভিডিওটি প্রথম দুর থেকে করা হচ্ছিল তাই বোঝা যাচ্ছিল না বরফের স্রোত। মনে হবে, বালির স্রোত।

কিন্তু কাছাকাছি এলেই আসল ঘটনা বোঝা যায়। লম্বা জুব্বা পড়া এক ব্যক্তি সেই নদী থেকে নুড়ি বরফ হাতে নিয়ে দেখান।

আর বলতে থাকেন ‘লা ইলাহা ইল্লাল্লাহ….।’

এক মিনিট ২৮ সেকেন্ডের অসাধারণ এ ভিডিওটি এখন ভাইরাল হয়ে গেছে।   বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে ইরাকে ভয়াবহ বন্যায় অনেকে প্রাণ হারিয়েছেন।

দেখুন সেই ভিডিওটি-..

নিউজ ডেস্ক ।। আপডেট: ১২:৫১ পিএম, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ

Share