ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি অবসর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়ে বলেন,’অবসরের কথা যেটা বললেন, আমার জায়গা থেকে বলতে পারি সবাই এরই মধ্যে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে! আমি হয়তো শুধু খেলেই যাচ্ছি। আমি খেলাটা উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নিইনি। নিজের যদি ওরকম মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে চিন্তা ভাবনা করব। খেলাটা আমি যখন শুরু করেছিলাম তখন জাতীয় দল লক্ষ্য করে খেলিনি। কেউই শুরুটা এভাবে করে না।’
সবাই ধরে নিয়েছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর অবসরে যাবেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু বাস্তবে তা হয়নি। বিশ্বকাপের পর রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি। এরপর তাকে দেখা যায় বিপিএলে।
তিনি আরও বলেন, ‘আমি এখন ওই জায়গায় ফিরে গিয়েছি। এখন বিপিএল খেলছি, উপভোগ করছি। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ খেলব। সব সময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করলেই আপনি খেলোয়াড় বিষয়টা তা না। এখন হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি। কখনো ভাবি না যে মাঠ থেকে আমাকে সবাই বিদায় দেবে, ফুলের তোড়া নিয়ে আসবেন। আমি যেরকম আছি ভালো আছি, খুশি আছি। খেলা উপভোগ করছি। জাতীয় দল অনেক দূরের ব্যাপার।’
জাতীয় দলে খেলার সুযোগ পেলে খেলবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘এখানে সিলেকশনের ব্যাপার আছে। বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পরে ধরেই নিয়েছি যে জাতীয় দলের স্কোয়াডে নেই। নির্বাচকেরা যদি মনে করে আমাকে সুযোগ দেবে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। ৮ ম্যাচে ১ উইকেট নিয়ে এই মুহূর্তে কীভাবে বলি জাতীয় দলে সুযোগ পাব? শ্রীলঙ্কা সিরিজে ছিলাম কারণ আমার হয়তো ফেরার একটা সুযোগ ছিল। ওই সিরিজে সাকিবও ছিল না। কিন্তু এরপর আমি আর খেলার ভেতরে নেই। আমি তো জানি না নির্বাচকদের কী চিন্তা-ভাবনা আছে। আমার সঙ্গে সেভাবে আলোচনা হয়নি। আমার সঙ্গে আসলে কারও কথা হয়নি।’
জাতীয় দল থেকে ডাক পেলে রাজি হবেন কিনা- এ বিষয়ে মাশরাফির বক্তব্য, ‘এখন আমি কী করছি? খেলছিই তো! জিম্বাবুয়ে সিরিজে যখন আমাকে বলেছিল, তখন বলেছিলাম আমি খেলব। আমার বিষয়টা বলতে পারি, আমি খেলতে চাই, খেলাটা ভালোবাসি। এটা জরুরি না যে জাতীয় দলে খেলতে হবে। বোর্ড যদি খেলাতে চায় আমি অবশ্যই খেলব। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে চিন্তা করা উচিত ওভাবে খেলছি। যদি ওয়ানডে আসে, তারা মনে করেন আমার খেলা উচিত তাহলে অবশ্যই খেলব। দিন শেষে আমার কাছে ক্রিকেটই সব। যেখানেই যা কিছু করি ক্রিকেটই আমার কাছে সব। বাদ বাকি নির্বাচকদের ব্যাপার, বোর্ডের সিদ্ধান্ত।’
খেলাধুলা ডেস্ক