১৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। ২২ দিন বন্ধ থাকার পর আজ দুপুরে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেসবুক চালু হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘ফেসবুক খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফেসবুক খুললেও খুলছে না বন্ধ হওয়া সামাজিক যোগাযোগের অন্য সব মাধ্যম।’
তারানা হালিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে নির্দেশনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে ফেসবুক খুলে দেয়ার প্রক্রিয়া চলছে। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে।
এদিকে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ, ‘এ বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পেয়েছি। ফেসবুক খোলার জন্য আইআইজিসহ সংশ্লিষ্ট অপারেটরগুলোতে নির্দেশনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। যতো দ্রুত সম্ভব ফেসবুক খুলে দেয়া হবে।’
তারানা হালিমে এই ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ফেসবুকে ঢুকতে পারেননি বলে জানিয়েছেন অনেকে।
বিষয়টির জন্য হয়তো আরো সময় অপেক্ষা করতে হতে পারে।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০২:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ