পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় নিয়ে বিরুপ মন্তব্য করে সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিলেন সরকারের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দেশে কোটি মানুষের বাস। এর মধ্যে ঢাকায় থাকেন দুই কোটি মানুষ। তাই এমন ঘটনা ঘটতেই পারে।
তবে ব্যাখ্যায় বলা হয়, পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার বিষয়ে তার বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়ায় তিনি সে বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।
এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সেজন্য তিনি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২২ অপরাহ্ন, ০৯ মার্চ ২০১৬, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur