Home / চাঁদপুর / অবশেষে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে অপসারণ হলো পরিত্যক্ত টিনের ঘর
boro-station-molhade

অবশেষে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে অপসারণ হলো পরিত্যক্ত টিনের ঘর

চাঁদপুর টাইমসে সংবাদ আর সোস্যাল মিডিয়ায় একাধিক পর্যটনপ্রেমি তরুণের আবেদনের পর চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে সরানো হলো পরিত্যক্ত টিনের ঘর। মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদপুর জেলা প্রশাসন এটি উচ্ছেদ করে মোলহেডের সৌন্দর্য ফিরিয়ে আনে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জানান তাঁর ফেসবুক ওয়ালে বিষয়টি নিশ্চিত করে জানান, মোলহেড থেকে আরেকটি স্থাপনা আজ অপসারণ করা হলো। পর্যটন স্পটটির ঠিক মাঝখানে টিনের ঘরটি অত্র স্থানের সৌন্দর্যহানী ঘটাচ্ছিলো। বুধবার (১০ এপ্রিল) ঘরের মাটিও লেভেল করে দেয়া হবে। সুধীমহলের দীর্ঘদিনের দাবি ছিল এটি সরানোর জন্য।’

চাঁদপুর টাইমসের মেইল ফেসবুক পেজে একাধিক পাঠকের অনুরোধের প্রেক্ষিতে গেলো ১৩ মার্চ ‘পরিত্যক্ত টিনের ঘরে সৌন্দর্য হারাচ্ছে চাঁদপুর বড়স্টেশন পর্যটন কেন্দ্র’ শিরোনামে চাঁদপুরে টাইমসে পরিত্যক্ত এ ঘরটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, বন বিভাগের ছোট্ট ঘরটি দীর্ঘ ২০ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। এটি কোন কাজে ব্যবহার না করা হলেও সেটি দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পর্যটন স্পটের সৌন্দর্য বিনষ্ট করছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবদুল্লাহ আল মাহমুদ জামান চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুরের পর্যটন স্পট বড়স্টেশন মোলহেডে সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে পরিত্যক্ত ঘরটি সরিয়ে ফেলা হয়েছে। আমরা বাউন্ডারির ভেতরের টং দোকনগুলো উচ্ছেদ করে বাউন্ডারির বাইরে তাদেরকে জায়গা করে দিবো।’

সৌন্দর্য বর্ধনের বিষয়ে তিনি আরো বলেন, মোলহেডে থাকা রেলে পুরাতন ইটের দেয়ালকে সাজিয়ে সেখানে চাঁদপুরের স্মৃতিময় বিষয়গুলো তুরে ধরে আর্কাইভ বানানো পরিকল্পনা রয়েছে। যাতে দর্শনার্থীরা ওই স্থানে গিয়ে জেলার ইতিহাস ঐতিহ্য জানতে পারে। পর্যায়ক্রমে এসব করা হবে।’

চাঁদপুর টাইমস রিপোর্ট
৯ এপ্রিল, ২০১৯