চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের নির্ধারিত পড়াশোনায় সীমাবদ্ধ রাখলে চলবে না।
তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে। বর্তমানে আমাদের সমাজে যে নৈতিক অবক্ষয় চলছে তা রোধ করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সচেতন করার বিকল্প নেই।
তিনি বলেন, ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে হবে। তবে এর অপপ্রয়োগ জাতিকে অনেক পিছিয়ে দেবে।
তিনি গতকাল সোমবার সকালে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে এসেম্বলীতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, বিদ্যালয় মাঠসহ পুরো চত্বর ঘুরে দেখেন। পরে প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নের ব্যাপারে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এসব বিষয়ে পৌরসভার পাশাপাশি চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১: ৪০ এএম, ৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ