মতলব উবির প্রাক্তন অফিস সহকারীর মৃত্যু, দাফন সম্পন্ন

মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অফিস সহকারী ও শিক্ষক লিয়াকত আলী প্রধান (৬৭) শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।

শনিবার রাত ১০ টার দিকে নবকলস ওয়াপদা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, প্রাক্তন ছাত্র কামাল উদ্দিন বিপ্লব ও মরহুমের বড় ছেলে। পরে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থান মরহুমের লাশ দাফন করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, লিয়াকত আলী প্রধান দীর্ঘ কয়েক বছর মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অফিস সহকারীর পাশাপাশি একই বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর প্রায় ১৫ বছর প্রবাসে চাকরি করেছেন। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে আসার পর হঠাৎ করে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘিদিন মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত কয়েকদিন যাবৎ তার অবস্থা সংকটাপন্ন এবং আইসিইউতে ছিল।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক

Share