চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সিটি গ্রুপের ডিলার অফিসে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এসময় মিঠু (৩২) নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত যখম করা হয়।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বড় স্টেশন জামে মসজিদ মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি ও চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
সিটি গ্রুপের ডিলারের ছেলে জিয়া প্রধানীয়া জানান, গত তিন দিন পূর্বে টিলা বাড়ি জামে মসজিদের ইমাম মোস্তফাকে স্থানীয় এক যুবক থাপ্পর মারার ঘটনা মিমাংসা করে দেন।
পরবর্তীতে ওইদিনই ইমাম মোস্তফার ছেলে জুয়েল তার সহপাঠী হাবিবসহ বেশ ক,জন পুনারায় মারামারিতে লিপ্ত হয়। এমন মারমারির ঘটনায় জিয়া প্রধানীয়া কেননো তাদের পক্ষে এগিয়ে আসেনি সেজন্য তারা মনে ক্ষোভ ধরে রাখেন।
আর সেই ক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার রাতে টিলা বাড়ি জামে মসজিদের ইমাম মোস্তফার ছেলে জুয়েল ও তার সহপাঠী হাবিবসহ অজ্ঞাতনামা একাধিক বখাটে যুবক মিল চাপাতী এবং রাম দা, দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপের ডিলার অফিসে অতর্কিত হামলা চালায়।
এ সময়ে হামলাকারীরা মিঠু নামে তাদের এক আত্মীয়কে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং অফিসের শাটার, গ্লাস, চেয়ার,টেবিলে ব্যাপক ভাংচুর চালায়।
এ সময় তারা অফিসের ঢয়ারে থাকা নগদ বেশ কয়েক লক্ষাদিক টাকা লুটপাট করে নিয়ে যান। একই সাথে তার বাবাকেও কুপাতে এগিয়ে গেলে তার বাবা দৌড়ে পালিয়ে পাশের সুন্দরবন হোটেলে আশ্রয় নেন। তখন হামলাকারীরা সুন্দরবন হোটেলেও ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এদিকে এমন হামলাও ভাংচুরের ঘটনার খবর পেয়ে চাঁদপুর শহরের নতুন বাজার ফাঁড়ির
টি এস আই আমিরুল হক ভূঁইয়া ও চাঁদপুর মডেল থানার এসআই মুকবুল সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
হামলাকারীরা পালিয়ে থাকার কারণে ওই সময় কাউকেই আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২
এজি