নারী

অফিসে বসে নগ্ন ছবি ধারণ : মন্ত্রণালয়ের নারী কর্মী বরখাস্ত

বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মীকে নগ্ন ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

অজ্ঞাতনামা ওই নারী অফিসের লিফটের মধ্যে এবং মিটিং রুমে নগ্ন ছবি তুলে তা টুইটারসহ অন্যান্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।

এই সরকারী কর্মচারী মন্ত্রণালয়ে চাকরি করছেন ছয় বছর ধরে। এসব ছবি প্রকাশ পাওয়ার পর তার পরিচয়পত্র এবং ল্যাপটপ নিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর তার উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। ওই নারীকে নিয়ে ফ্রান্সের একটি টেলিভিশনে রিপোর্ট করা হয়। অনলাইনে যৌন সেবা প্রদানকারী হিসাবে কাজ করছিলেন তিনি। খুব দ্রুত ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে এগুলো কিভাবে কখন তুলেছেন তিনি তা এখনো জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যান জাম্বোন অভিযুক্ত কর্মচারীকে সাসপেন্ড করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। তবে সাসপেন্ড করার কারণে প্রতিবাদী হয়ে উঠেছেন তিনি। তার দাবি, এই ছবিগুলো একান্তই ব্যক্তিগত। চাকরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


নিউজ ডেস্ক, : আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৩০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Share