অফিসকে গ্যারেজ বানিয়ে বসেন সমাজসেবা কর্মকর্তা!
সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীলতার চরম ব্যর্থতা ও অনিয়মের আরেক দৃষ্টান্ত দেখা গেল চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সমাজসেবা কার্যালয়ে। যেখানে সেবা নিতে আসা মানুষদের সামনে কর্মকর্তার টেবিল-চেয়ারের পাশে গাড়ির মতো জায়গা দখল করে দাঁড়িয়ে থাকে একটি লাল রঙের মোটরসাইকেল। সরকারি অফিস নাকি ব্যক্তিগত গ্যারেজ, এ নিয়েই এখন জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের ঝড়।
অভিযোগ অনুযায়ী, সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে অফিসকক্ষের ভেতর মোটরসাইকেল রেখে নিয়মিত কাজ করছেন। ছোট একটি অফিসকক্ষে মোটরসাইকেল রাখার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান সেবাগ্রহীতারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মোটরসাইকেল-সহ ওই কর্মকর্তার অফিস করার একটি ছবি ভাইরাল হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। ছবিতে দেখা যায়, কর্মকর্তার ডেস্ক ও চেয়ারের ঠিক পাশেই রাখা রয়েছে বাইকটি, যা একটি সরকারি অফিসের পরিবেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান।
স্থানীয় সূত্র জানায়, অনিয়ম এখানেই শেষ নয়। সহকারী কর্মকর্তা হয়েও তিনি নিয়মিত উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে অফিস করেন, যা নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।
সেবা নিতে আসা আজমল খান অভিযোগ করে বলেন, অফিসের ভেতরে মোটরসাইকেল রাখার বিষয়টি জানতে চাইলে সহকারী সমাজসেবা কর্মকর্তা আমাকে অপমান করে কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এখানে মোটরসাইকেল রাখলে তো কারো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা সাংবাদিকরা নিউজ করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন যে তিনি নিয়মিত উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে অফিস করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিক হোসেন বলেন, অফিসের ভেতরে মোটরসাইকেল না রাখতে তাকে বারবার নিষেধ করা হয়েছে, কিন্তু তিনি শোনেননি। আর আমার চেয়ারে বসে অফিস করা তার দায়িত্বের মধ্যে পড়ে না।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১২ ডিসেম্বর ২০২৫