Home / সারাদেশ / অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৬
devil

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৬

সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৪ শ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ শ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এ বিশেষ অভিযানে মোট ৪ হাজার ৪ শ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে আরও বলা হয়,২৪ ঘণ্টার অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৩টি ছুরি/চাকু, ২টি রামদা ও ৩টি হেমার উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এদিন হামলায় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কাশেম খান নামে একজন গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে। এর মধ্যে-গত ১৪ ফেব্রয়ারি থেকে গতকাল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৪৭৭ জনকে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি থেকে গত ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় ৫০৯ জন। গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৫৬৬ জনকে। এছাড়া গত ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি এই অভিযানে গ্রেপ্তার হন ৫৯১ জন। গত ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হন ৬০৭ জন। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হন ৩৪৩ জন। আর ৮ ফেব্রয়ারি শনিবার এ অভিযান শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

উল্লেখ্য, গত বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,‘যত দিন ডেভিল থাকবে,তত দিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

চাঁদপুর টাইমস
১৬ ফেব্রুয়ারি ২০২৫
এজি