চট্টগ্রামে অপহৃত ১০ মাসের এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০), মো. সবুজ (২৫), হালিমা বেগম (২৬), আসমা বেগম (৩৫) ও মো. বেলাল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকা থেকে অপহৃত হয় ১০ মাসের শিশু মো. আকাইদ। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারদের শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur