অপহরণ আতংকে কৃষকের কলেজ পড়ুয়া মেয়ে ঘরছাড়া

‎Monday, ‎06 ‎July, ‎2015  2:59:10 PM

চাঁদপুর টাইমস, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তদের অপহরণ আতংকে চার দিন ধরে আত্মগোপনে রয়েছেন এক কৃষকের কলেজ পড়ুয়া মেয়ে।

এ ঘটনায় রোববার ইচলাট গ্রামের ওই মেয়েটির বাবা খোকসা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অভিযোগ করা হয়, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মোবাইল ফোনে তিন লাখ টাকা চাঁদা দাবি করে মেয়েটির বাবার কাছে।

তিন দিনের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার একমাত্র মেয়ে কুষ্টিয়া সরকারি গালর্স কলেজের ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়।

এ ঘটনার পর থেকে গত চার দিন ধরে তিনি আত্মগোপনে রয়েছেন। ওই কৃষক বলেন, দাবিকৃত চাঁদা দেওয়ার সামর্থ তার নেই। মেয়ের জীবন বাঁচাতে তাদের এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।

তাদের মতো এ ধরনের সমস্যায় এলাকার আরও অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি।

খোকসা থানার ওসি কাজী দাউদ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, চাঁদাবাজদের অবস্থান নিশ্চিত করতে কললিস্ট ধরে এগুনো হচ্ছে।

“আশাকরি শিগগিরই চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নিতে পারব,” বলেন তিনি।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share