হাজীগঞ্জ

হাজীগঞ্জে অপহরণের দু’দিন পর যুবক উদ্ধার : আটক ২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা গ্রামের খোকন দেওয়ানের ছেলে মো. সুজন দেওয়ান (২০) কে দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আল-আমিনের নেতৃত্বে কৌশলে পালিশারার মিরা বাড়ীর ব্রীজের উপর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় অপহরণকারী দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হলেন, পালিশারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম (৪৬) ও একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে বাবুল মিয়া (৩২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে অপহরণচক্রের সাথে মোবাইলে কৌশল অবলম্বন করেছি। একপর্যায়ে অপহরণকারীরা একটি ব্রীজের ওপরে দাবিকৃত দেড় লাখ টাকা নিতে আসে। ওই সময় অপহৃত সুজনকে উদ্ধার ও অপহরণকারী দুই জনকে আটক করতে সক্ষম হই।’

অপহৃত সুজন দেওয়ান বলেন, ‘কর্মস্থল চাঁদপুর সদর উপজেলা থেকে আসার পথে হাজীগঞ্জ বাজারের বিশ^রোড এলাকায় অপহরণের শিকার হই। অপহরণকারীরা আমাকে সিএনজিতে তুলে নিয়ে পালিশারা বিলের মধ্যে রেখে মারধর করে। পরে আমার পরিবারের কাছে মুঠোফোনে দেড় লাখ টাকার দাবি করে।’

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, ‘অপহরণচক্রের মূলহোতা ফারুক মুন্সী। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও ফারুক মুন্সীর বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।’

এর আগে সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন অপহৃত সুজনের ভগ্নিপতি আলমগীর হোসেন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয় : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ৩০ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Share