চাঁদপুর

অপরিচ্ছন্নতার অভিযোগ : চাঁদপুরের খাবার হোটেলে জরিমানা

চাঁদপুর শহরের বিভিন্ন খাবার হোটেলে শনিবার বিকেলে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ও অসাস্থ্যকর পরিবেশে খাবার সরবারাহ করারা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় তিনটি খাবার হোটেল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হোটেলগুলো হলো, বিপণীবাগ বাজরের রিজিক হোটেল এন্ড রেস্টুরেন্ট পাঁচ হাজার টাকা, কালি বাড়ির ফ্লার্ট ফ্রর্মের চাঁদপুর এক হাজার, ছায়াবাণী রোডের রুচি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।

তিনি জানান, চাঁদপুর শহরের বিভিন্ন হোটেলে নোংরা পরিবেশে খাবার সরবরাহ করে আসছে। তাদরেকে প্রথম পর্যায়ে সামান্য জরিমানা করা হয়েছে। এখন থেকে যদি খাবার হোটেলগুলি পরিস্কার-পরিচ্ছন্ন না করে, তাহলে সামনে থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য হোটেলগুলিতেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

About The Author

শরীফুল ইসলাম

: আপডেট বাংলাদেশ সময় ৯:৫৫ পিএম, ১৪ মে ২০১৬, শনিবার
ডিএইচ

Share