Home / চাঁদপুর / অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর : চাঁদপুরের পুলিশ সুপার
অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর : চাঁদপুরের পুলিশ সুপার

অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর : চাঁদপুরের পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :

‘যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর’- এমনটি জানিয়ে চাঁদপুরের প্রথম নারী পুলিশ সুপার শামছুন্নাহার চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমরা এসেছি আপনাদের সেবা করার জন্যে। তাই সংকোচবোধ না করে অপরাধী যে-ই হোক, তার সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন।’

বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে চাঁদপুর টাইমস পরিবারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের আশেপাশের কোনো নারী হয়তো নীরবে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, এ বিষয়ে আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে অবহিত করবেন। একজন নারী হিসেবে এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবো।’

এ ছাড়াও চাঁদপুরের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক মহলসহ জনসাধারণের সার্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের স্বল্পসংখ্যক জনবল নিয়েও সর্বাবস্থায় প্রস্তুত থাকি, প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমি চরের অতি সাধারণ পরিবারের মেয়ে হিসেবে বলতে চাই, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ কী ধরনের সমস্যায় পড়ে তা আমার জানা আছে। তাই সাধারণ মানুষের পাশে থেকেই আমার পেশাগত দায়িত্ব পালন করতে চাই।’

এ সময় চাঁদপুর টাইমস-এর প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকা- প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাইমস পরিবারের কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরে পুলিশ সুপার শামছুন্নাহার এসব পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন এবং তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চাঁদপুর টাইমস/এমএকে/এএস/এমআরআর/২০১৫।

আপডেট: ১০:০৬ অপরাহ্ন,  ১৭ জুন ২০১৫, বুধবার

 

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না