অপরাধ নিয়য়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে আবারোও নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব।
১৩ এপ্রিল রোববার সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা মার্চ-২০২৫ এর স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিবকে ক্রেস্ট প্রদান করেন। এরআগে গত ফেব্রুয়ারী মাসেও তিনি শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন।
এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষায় কাজ করেন। তিনি সবসময় মানুষের বিপদ-আপদে তার কাছে আসলে সঠিক সেবা দিয়ে থাকেন। তিনি চলতি বছরের মার্চ মাসে ৮৩টি জিআর ওয়ারেন্ট নিষ্পত্তি, সিআর ওয়ারেন্ট নিষ্পত্তি ৬৬ টি, সাজা ওয়ারেন্ট ০৭টি নিষ্পত্তিসহ সর্বমোট ১৫৬ টি পরোয়ানা নিষ্পত্তি করেন। নিয়মিত মুলতবি মামলার মধ্যে ৫০টি নিষ্পত্তি করেন। নিয়মিত মামলার ২০৭ জন আসামির মধ্যে ৪৪ জন আসামি গ্রেফতার করেন। এছাড়াও তিনি মার্চ মাসে ৮৬৪ পিস ইয়াবা, প্রায় ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেন। তিনি গত ফেব্রুয়ারি মাসেও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত হন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৩ এপ্রিল ২০২৫