পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিদেশি হত্যার ঘটনাগুলো দক্ষ কর্মকর্তা দ্বারা তদন্ত করা হচ্ছে। দক্ষ তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করতে পারবো। যদি সহস্য উদঘাটন হয় তখনই আমরা জাতির কাছে তুলে ধরবো এর পেছনে কি ছিল।
তিনি বলেন, পুলিশের প্রতি আস্থা থাকতে হবে, আমাদের সময় দিতে হবে। অপরাধীরা অপরাধ করে আর পুলিশের সামনে দাঁড়িয়ে থাকে না। তারা অবশ্যই পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কমিউনিটি পুলিশিংয়ের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। দুই একটি ঘটনা ঘটলেই যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটার সঙ্গে আমরা একমত নয়। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।
দেশের আইএসের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখন কথা বলবো না। মামলার তদন্ত শেষে এ ব্যাপারে কথা বলবো। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আর বিদেশিদের ব্যাপারে আমরা তদন্ত করছি, কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ ষড়যন্ত্রের সঙ্গে করা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। আর বিদেশিদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
চট্টগ্রামের ডিআইজি সফিকুল ইসলাম, ডিআইজি (অপরাশেন) চৌধুরী আবদুল্ল্যাহ আল মামুন, চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১০:৩৪ পিএম, ০৮ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫