স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উন্মোচন

“হবে নাকো ভয়, প্রতিরোধেই জয়” এই স্লোগানকে ধারণ করে টিম কমরেডের যুব সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হলো নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘অপরাজিতা’। ২৯ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় আয়োজিত কর্মসূচিতে উন্মোচন করা হয় স্যানিটারি ন্যাপকিন স্মার্টওয়ে ‘মমতা ৩.০’-এর ভেন্ডিং মেশিন, যা চাঁদপুরে প্রথমবারের মতো এমন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অ্যাড. শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশারফ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, “সবাই মিলে নারী উন্নয়ন সংস্থা” এবং সবাই মিলে নারী উদ্যোগক্তা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা তানিয়া ইসলাম, টিম কমরেড উপদেষ্টা অ্যাডভোকেট জাবির আল মাহমুদ,। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন, টিম কমরেড প্রতিষ্ঠাতা তাহমিদুন কাইফ।

টিম কমরেডের সভাপতি আদনান আসিফ,সহ-সভাপতি মুসফিকা আক্তার ঝুমুর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মেহেদি, নারী সাধারণ সম্পাদক তাসনুবা তাবাসসুম ঝুমুসহ আরো অনেকে।

অনুষ্ঠানে টিম কমরেডের তৈরি ভেন্ডিং মেশিন সবার দৃষ্টি আকর্ষণ করে। বক্তারা জানান, যখন দেশের একটি অংশের তরুণ সমাজ মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ছে, তখন টিম কমরেডের সদস্যরা মানবিক, উদ্ভাবনী ও সমাজকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। যা সত্যিই অনুকরণীয়। অতিথিরা বলেন, ৩৭ বছরের অভিজ্ঞতার মধ্যে টিম কমরেডের মতো সৃজনশীল চিন্তাধারায় পরিচালিত প্রকল্প তারা খুব কম দেখেছেন। চাঁদপুরে ভেন্ডিং মেশিন উদ্যোগের পথিকৃৎ টিম কমরেড এর আগেও সফলভাবে সম্পন্ন হয়েছে ‘মমতা ১.০’ (২০২২) এবং ‘মমতা ২.০’ (২০২৩)।

তাদের বক্তব্য ও প্রতিশ্রুতি তরুণদের আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। টিম কমরেডের সদস্যরা জানান, চাঁদপুরকে একটি উন্নয়নশীল জেলায় রূপান্তরিত করতে তারা ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৩০ নভেম্বর ২০২৫