অন্ধ নাজমাকে ঘর দিলেন দুলাল পাটওয়ারী

অসহায় অন্ধ নাজমাকে নতুন ঘর তৈরি করে দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলার মাটিতে কোন গৃহহীন-ভূমিহীন থাকবেনা। তারই আলোকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলাস্থ ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আ. রহমান মাঝি ( কুলুমাঝির) মেয়ে অন্ধ ভিক্ষুক নাজমাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

নামজা বলেন, বেশ কয়েকদিন আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের বাসায় যাই। আমি আমার সন্তানদের নিয়ে একটি ঘরের জন্য খুব কষ্টে আছি। আমি অন্ধ বলে আমার স্বামী আমাকে ফেলে চলে গিয়েছে। এসব কথা তাকে জানাই।

এদিকে নাজমার কথা শুনে আবু নঈম পাটওয়ারী দুলাল নাজমাকে নতুন ঘর করে দেওয়া আশ্বাস দেন। পরবর্তীতে নতুন ঘর করার জন্য সকল মালামাল পৌঁছে দেন এবং ঘর নির্মাণ করার কাজ শুরু করেন।

ঘর পেয়ে অন্ধ নাজমা বেগম বলেন, আবু নঈম পাটওয়ারী দুলাল সাহেবে আমার কথা শুনেছেন। আমি অনেক খুশি। আমার স্বপ্নের নতুন ঠিকানা হয়েছে। এতদিন অন্যের ঘরে থাকতাম। আজ নিজের ঘর আছে। আমি অনেক খুশি হয়েছি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির অগ্রদূত, জননেএী শেখ হাসিনার নির্দেশ বাংলার মাটিতে কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না। মাননীয় নেত্রী নির্দেশক্রমে প্রতিটি অসহায় মানুষের পাশে সার্বক্ষণিক আমরা চাঁদপুর জেলা আওয়ামী লীগ আছি এবং থাকব। তারই আলোকে এক অসহায় অন্ধ নাজমাকে একটি নতুন ঘর করে দেওয়া হয়েছে। জেলা আওয়ামীলীগের পক্ষে থেকে সেই নতুন ঘরটি সরেজমিনে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এছাগা এই ঘর করার কার্যক্রম অব্যাহত থাকবে পর্যাক্রমে একের পর এক আমরা সকল অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৪ মে ২০২১

Share