ইন্টারনেটে একটি খবর নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীরা এখন বিভ্রান্ত। ইন্টারনেটে প্রকাশ, নাসা অনুমান করছে নভেম্বরে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে খবরটি৷ কিন্তু আদতে এই খবরটি সত্যি নয় বলে জানিয়েছে নাসা।
তারা জানিয়েছে, এর আগেও এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল৷ এবার ফের একই খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ খবরটি বিশ্বাস না করার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছে নাসা।
২০১৫ সালে প্রথম এই ধরনের খবর প্রকাশ পেয়েছিল৷ ইন্টারনেটেই প্রকাশ পেয়েছিল খবরটি ৷ সেটিও ছিল অসত্য ৷ তাতে বলা হয়েছিল, নাসা একটি আশ্চর্য ঘটনার কথা নিশ্চিত করেছে৷ সেটি হল, ২০১৭ সালের নভেম্বর মাসে ১৫ দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে পৃথিবী৷ এও বলা হয়েছিল, হাজার পাতার ডকুমেন্ট হোয়াইট হাউজে পেশ করেছে নাসা।
তখন এই মিথ্যা খবরের বিরুদ্ধে সরব হয়েছিল নাসা৷ এবার তাই নাসা বিষয়টি নিয়ে প্রথমদিকে মাথা ঘামায়নি৷ কিন্তু ক্রমশ খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসে নাসা। আবারও তারা জানিয়ে দেয়, নভেম্বর মাসে এমন কোনো ঘটনা ঘটবে না। সূত্র: কলকাতা
নিউজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ১১:১৫ পিএম, ২৫ আগস্ট ২০১৭, শুক্রবার
এইউ