ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজীগঞ্জের অন্তঃসত্ত্বা প্রকৌশলীর মৃত্যু

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাজীগঞ্জের অন্তঃসত্ত্বা প্রকৌশলী তাহেরা মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফোরদৌস আক্তারের মেয়ে। মৃত্যুকালে তার বয়স ছিল ২২। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পরিবার সূত্র জানায়, তাহেরা শুক্রবার রাজধানীতে জ্বরে আক্রান্ত হন। স্বামীর পরিবারের লোকজন রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করান। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয় এবং রক্তের প্লাটিলেট বারবার কমতে থাকায় বারবার তাকে ব্লাড দেয়া হয়। কিন্তু কোন কিছুতেই ব্লাডের প্লাটিলেট নির্দিষ্ট রাখা সম্ভব হয়নি। এর মধ্যে শুক্রবার ভোররাতে হাসাপাতালে থাকাবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তাহেরা আক্তার হাজীগঞ্জ মধ্য বাজারের বিশিষ্ট বাটা ব্যবসায়ী মোস্তফা পাটোয়ারীর ২ ছেলে ১ মেয়ের মধ্যে সবার ছোট। তাহেরা আক্তার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশের উপর গ্রাজুয়েশন করেন। মরহুমার স্বামীর বাড়ি কচুয়া।

তবে তাকে তার বাবার বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

হাজীগঞ্জ করেসপন্ডেন্ট, ১৭ সেপ্টেম্বর ২০২১

Share