খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২০১৮ সালের জানুয়ারিতেই নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ। এই আসরের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল নিয়ে তেমন কোন পরীক্ষা-নিরীক্ষা করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এশিয়া কাপে অংশ নেয়া দলের ওপরই আস্থা রেখেছে বিসিবি। তবে দল ঘোষণা করলেও অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি।

সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, পিনাক ঘোষদের উপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং দারুণ শক্তিশালী। কাজী অনিক, রবিউল হক, মোহাম্মদ রনিদের নিয়ে গড়া পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। দলের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। যদিও ইনজুরির কারণে মূল দলে রাখা হয়নি পেস বোলিং অলরাউন্ডার ইয়াসিন আরাফাতকে। তবে বিশ্বকাপের মধ্যে সুস্থ হলে তাকে স্কোয়াডে নেয়া হবে।

নিউজিল্যান্ড পৌঁছে ডানেডিনে ১০ দিনের ক্যাম্প করবে ডেমিয়েন রাইটের শিষ্যরা। এই সময়টায় স্থানীয় দলের সঙ্গে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া মূল লড়াইয়ের আগে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাইফ-আফিফরা
আগামী ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের মূল লড়াই শুরু হবে সাইফ-আফিফদের। গ্রুপ ‘সি’তে সাইফ হাসানদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং কানাডা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে গ্রুপ পর্বের যে কোন দু’টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিয়ায়ক), নাঈম শেখ, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ সজীব হোসেন, রায়ান রাফসান রহমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাইদুল ইসলাম প্রামাণিক, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ আব্দুল হালিম, মমিনুল ইসলাম।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪ : ০৫পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭, বুধবার
এএস

Share