চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে আজ ২৩ আগষ্স্ট শনিবার বেলা ৪ টায় ‘নির্বাচিত গ্ৰন্থের পাঠ পর্যালোচনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থান: চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন।
সাহিত্য পাঠ আলোচনায় ২০২৪ এ প্রকাশিত ১১ জন বরেণ্য লেখকের প্রকাশিত ১১টি গ্রন্থের পাঠ পর্যালোচনা করা হবে।
অনুষ্ঠানটি নতুন পাঠক, লেখক ও সাতিত্যমোদীদের জন্যে বেশ আনন্দদায়ক হবে বলে আয়োজক সংগঠনটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে । চাঁদপুর সাহিত্য একাডেমি পরিচালক আশিক বিন রহিম সংশ্লিষ্ঠ সকলকে যথাসময়ে সাহিত্য একাডেতিতে এসে প্রাণবন্ত ‘ নির্বাচিত গ্ৰন্থের পাঠ পর্যালোচনা’ অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানান্।
২৩ আগস্ট ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur