Home / জাতীয় / অনুমতি ছাড়া বিদেশি বিয়ে করলে চাকরি যাবে
অনুমতি ছাড়া বিদেশি বিয়ে করলে চাকরি যাবে

অনুমতি ছাড়া বিদেশি বিয়ে করলে চাকরি যাবে

অনুমতি ছাড়া বিদেশি কাউকে বিয়ে করলে বাংলাদেশে সরকারি চাকরিতে আর থাকা যাবে না। সোমবার জাতীয় সংসদে গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে) বিল পাস হয়েছে। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে গত সেপ্টেম্বরে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছিল।

নতুন আইনে বলা হয়েছে, “অনুমতি না নিয়ে কোনো গণকর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুতিও দিতে পারবেন না। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করা বা প্রতিশ্রুতি দিলে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।”

নিউজ ডেস্ক ||আপডেট: ০৫:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর