চাঁদপুর

অনুমতি ছাড়াই চাঁদপুর বড় স্টেশনে মেলার আয়োজন

চাঁদপুর প্রশাসনের অনুমতি ছাড়াই বড় স্টেশন মোলহেডের রক্তধারার সামনে স্থাপন করা হচ্ছে পুতুল নাচ ও মোটর সাইকেল খেলা প্রদর্শনীর প্যান্ডেল।

খোঁজ নিয়ে জানা যায়, এ আয়োজনের কোনো অনুমতি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছ থেকে নেয়া হয়নি।

স্থানীয় কিছু যুবক মেলার আয়োজন করেছে। সেখানে স্থায়ীভাবে টিনের বাউন্ডারী দিয়ে শ্রমিকরা তাজ পুতুল নাচ নামের প্যান্ডেল তৈরি করছে।

এছাড়া  সেখানে যারা স্টল দেবে তাদের মধ্যে চটপটি দোকান থেকে ৫ হাজার ও কসমেটিক দোকান থেকে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ বছর গেজেট প্রকাশ করেছে সারাদেশের বৈশাখী উৎসব যেনো বিকেল ৫টার মধ্যে সমাপ্ত করা হয়। সেজন্যে জেলা প্রশাসন আয়োজিত ডাকাতিয়া নদীর তীরের তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের অনুষ্ঠান প্রতিদিন বিকেল ৫টায় সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তার জন্যে বেশ কয়েকটি সিসি ক্যামেরাও স্থাপন করা হবে। যেখানে এতো নিরাপত্তার বলয় সৃষ্টি করে ডাকাতিয়া নদীর তীরে বৈশাখী উৎসব উদ্যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে বড় স্টেশন মোলহেডে অনুমতি ও নিরাপত্তা ছাড়া এ মেলার আয়োজন কেমন করে করা হচ্ছে এমটাই প্রশ্ন সাধারণ মানুষের।

About The Author

শরীফুল ইসলাম

 : আপডেট ১০:৩০ পিএম, ১২ এপ্রিল  ২০১৬, সোমবার

ডিএইচ

Share