মতলব উত্তরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬ পরীক্ষার্থী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ১০টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলায় এসএসসি,এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ১০ কেন্দ্রের অধীনে ৩ হাজার ৮শ’১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। তারমধ্যে এবার এসএসসিতে ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১২০ জন, দাখিলে ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৫ জন পরীক্ষাথী ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষ পরীক্ষায় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ ৭টি কেন্দ্রে অনুপস্থিত ২৮ জন, দাখিলে ১৩ জন ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

উপজেলা শহরের কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯ টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকগণ কেন্দ্রে ভীড় করেন। তবে কেন্দ্র্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্যের বছরের চেয়ে চোখে পড়ার মত।

পরীক্ষা শুরু হওয়ার পরে কয়েকটি কেন্দ্রে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি ও উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, কেন্দ্রের ভঅরপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের তল্লাশী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষা কেন্দ্র পাহারায় থাকতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন,‘উপজেলার ১০টি কেন্দ্রে পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। নকলের আশ্রয় নিলে কোনো ছাড় নেই।

খান মোহাম্মদ কামাল
১০ এপ্রিল ২০২৫
এজি

Share