Home / জাতীয় / অর্থনীতি / রিটার্ন জমায় কর অফিসে বিশেষ ব্যবস্থা : জনপ্রিয়তা পাচ্ছে অনলাইন
Tax----- (1)

রিটার্ন জমায় কর অফিসে বিশেষ ব্যবস্থা : জনপ্রিয়তা পাচ্ছে অনলাইন

আয়কর রিটার্ন জমায় রবিবার ৩ নভেম্বর থেকে কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা কার্যক্রম। মেলার মতো পরিবেশ নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। নভেম্বরজুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ, ইটিআইএন নেয়াসহ নানা সেবা। এ জন্য প্রস্তুত করা হয়েছে সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০ সার্কেল। পাশাপাশি থাকছে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক।

জানা গেছে, এবারও সরকারি কর্মচারিদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর, যা চালু থাকবে ৩- ৭ নভেম্বর পর্যন্ত। এছাড়া শেরে বাংলা নগরে সরকারি কর্মচারীরা ১৯-২৩ নভেম্বর পর্যন্ত এ সেবা পাবেন। বিগত বছরের মতো এবারও সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

অবশ্য অনলাইনেও রিটার্ন জমায় জোর দিচ্ছে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন,অনলাইনে রিটার্ন পূরণে কোনও কাগজপত্র জমা দিতে হবে না।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন,‘আমরা আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেয়া যাবে। এর ফলে আর ট্যাক্স অফিসে যেত হলো না, ব্যাংকে যেতে হলো না। অথচ রিটার্ন জমা দেয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র।’

কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমার ব্যবস্থা আরও উন্নত করেছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, etaxnbr.gov.bd সাইটে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আয়-ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। আপলোড করতে হবে না কোনও দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র।

এবার ঢাকার দুটিসহ চার সিটি করপোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকসহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
৪ নভেম্বর ২০২৪
এজি