চাঁদপুর টাইমসের আয়োজনে মঙ্গলবার (২১ জুন) দিনব্যাপি অনলাইন সাংবাদিকতায় প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক জানান, প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেয়। একক কোনো গণমাধ্যমের আয়োজনে ‘অনলাইন সাংবাদিকতায় প্রশিক্ষণ’ দেশের প্রথম প্রশিক্ষণ হিসেবে অনেকেই মন্তব্য করায় এবং সংবাদকর্মীদের আগ্রহ ও উপস্থিতি চাঁদপুর টাইমসকে অনুপ্রাণিত করেছে।
এক্ষেত্রে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতাপূর্ণ আচরণ করায়, অনলাইন সাংবাদিকতায় আগ্রহী প্রশিক্ষণার্থী সংবাদকর্মী, রিসোর্স পার্সন, সংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সবক’টি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদক, চাঁদপুর টাইমস পরিবারের সদস্যবৃন্দসহ কর্মসূচি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
তিনি আরো জানান, ‘সংবাদকর্মীদের চাহিদা ও প্রশিক্ষণটি সফলতার দিক বিবেচনাপূর্বক প্রতিবছর এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে চাঁদপুর টাইমস সকলের সহযোগিতা কামনা করে।’
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ