Home / শীর্ষ সংবাদ / অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভরতা বেশি : গবেষণা প্রতিবেদন
অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভরতা বেশি : গবেষণা প্রতিবেদন

অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভরতা বেশি : গবেষণা প্রতিবেদন

গণমাধ্যমে দেশের মানুষের নির্ভরতায় পত্রিকার তুলনায় এগিয়ে রয়েছে অনলাইন সংবাদমাধ্যম। ৩ মে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বেলা ১১টায় অায়োজিত অনুষ্ঠানে পরিপ্রেক্ষিতের একটি গবেষণাপত্র উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়।

মূল প্রবন্ধে উঠে আসে, দেশে গণমাধ্যমে নির্ভরতার দিক থেকে ১১ শতাংশ মানুষ অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন। অন্যদিকে মাত্র ৫ শতাংশ মানুষ নির্ভর করেন পত্রিকার ওপর।

সবচেয়ে নিচের দিকে রয়েছে রেডিও। মাত্র ১ শতাংশ মানুষ নির্ভর করেন এ মাধ্যমটির ওপর।

অন্যদিকে টেলিভিশন দর্শকদের মূল আকর্ষণ নিউজ-এ বলে গবেষণায় জানা যায়।

গবেষণায় বলা হয়, দর্শকদের মধ্যে ২৫ শতাংশ সংবাদ দেখেন, নাটক ও টেলিফিল্ম দেখেন ২০ শতাংশ, খেলার অনুষ্ঠান দেখেন ১৭ শতাংশ, টিভি সিরিয়াল দেখেন ১৩ শতাংশ, টক শো দেখেন ৬ শতাংশ মানুষ।

এ সময় ৭১ টিভির ইশতিয়াক রেজা বলেন, গবেষণায় উঠে এসেছে যে, নিউজে মানুষের আগ্রহ বেশি। টকশো যেহেতু মধ্যরাতের অনুষ্ঠান তাই দর্শক কম। কিন্তু গণমাধ্যমের সামনের পথটা খুব বেশি সুখকর হবে কি-না আমি জানিনা।

অন্যদিকে আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, আমাদের সৃজনশীলতায় এগিয়ে যেতে হবে। পত্রিকার জন্য পথটা আরো চ্যালেঞ্জিং। মানুষের জন্য নতুন নতুন কনটেন্ট নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। (সূত্র- বাংলানিউজ)

নিউজ ডেস্ক :  আপডেট ৩:৫০ পিএম,  ০৩ মে  ২০১৬, মঙ্গলবার

ডিএইচ