চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশ-২০১৭, প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার অনলাইন পোর্টাল গতকাল রোববার (১৯ মার্চ) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এন্টার র্কী চেপে এর উদ্বোধন করেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম , চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি সিআইপি আলহাজ্ব জয়নাল আবেদীন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার সকল উপজেলার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল দৈনিক চাঁদপুর খবরের অনলাইন পোর্টাল দেখে ভূয়সী প্রসংশা করেছেন এবং এর সফলতা কামনা করেন।
এদিকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, এখন থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রিন্ট কপির পাশাপাশি ওয়েবসাইট www.chandpurkhabar.com দেশ-বিদেশ থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার তরতাজা নিউজ দেখতে পাবে পাঠকরা ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ২৭ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur