অনলাইন টিভি সিএন২৪-এর স্টাফ রিপোর্টার জাবেদ

অনলাইন টিভি চ্যালেন সি এন ২৪. কম এর স্টাফ রিপোর্টর চাঁদপুর সাংবাদিক মোঃ জাবেদ হোসেন নিয়োগ পেয়েছেন।

গত ১৮ মে বুধবার সকাল ১০টায় ঢাকা ১২১৫ .২৮.কারয়ান বাজার .তেগ্রা ম্যানসন ৩য় তলার অফিসে সি এন ২৪. কম এর সম্পাদক আতিক আজিজ নিয়োগ এবং পরিচয় পত্র মো. জাবেদ হোসেনের হাতে তুলে দেন।

সাংবাদিক জাবেদ বর্তমানে দৈনীক চাঁদপুর সংবাদের চীফ ফটোগ্রাফার, অনলাইন নিউজ চাঁদপুর টাইমসের করেসপন্ডেন্ট পদে কর্মরত আছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share