করোনাভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি রোগ শণাক্তকরণ পরীক্ষার ওপর গুরুত্বদিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশেও প্রতিনিয়ত নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা চলছে।
করোনা পরীক্ষার জন্য যারা নমুনা দিয়েছেন তাদের ফলাফল মোবাইলের মেসেজে, ইমেইলে ও অনলাইনে জানিয়ে দেওয়া হচ্ছে। বাসায় বসেই অনলাইনে করোনা পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন। কভিড-১৯ এর রিপোর্ট বা সার্টিফিকেট পেতে অনলাইনে ভিজিট করতে পারেন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে Web site
এই সেবাটি পেতে, ওয়েবসাইটে গিয়ে নমুনা সংগ্রহের সময় নির্ধারিত ফরমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন তা দিয়ে ‘সাবমিট করুন’-এ ক্লিক করতে হবে। এখান থেকে কভিড-১৯ এর রিপোর্টটি প্রিন্ট করার সুযোগ রয়েছে।
তবে যাদের নমুনা পরীক্ষার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি তাদের ক্ষেত্রে, ‘তথ্যটি আমাদের ডাটাবেইজে পাওয়া যায়নি’- এমন লেখা প্রদর্শন করবে।
বার্তাক্ষ,২২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur