সারাদেশ

অনলাইনে ই-পাসপোর্ট ফি আদায় কার্যক্রম উদ্বোধন

এখন থেকে ঘরে বসেই নাগরিকরা সোনালী ব্যাংক লিমিটেডের নিজস্ব মোবাইল অ্যাপস Sonali eSheba (সোনালী ই-সেবা) এর মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।

১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন।

সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এবনুজ জাহান, জাহিদুল হক,মো.ওয়ালিউল্লাহ এবং প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সোনালী ই-সেবার মাধ্যমে একাউন্ট ওপেন করা, ট্রাভেল ট্যাক্স, বুয়েটে ফি, একাদশ শ্রেণীর ভর্তি ফি প্রদানসহ ব্যাংক প্রদত্ত অন্যান্য পরিসেবাগুলো গ্রহণ করতে পারবেন।

বার্তা কক্ষ,৩ সেপেটম্বর ২০২০

Share