স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুার জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপিকা শাহিন সুলতানা ফেন্সী আজ ২২ জুন যোগদান করছেন।
তিনি ইতোপূর্বে ১৯৮৭ সালে বলাখাল মুকবুল আহাম্মদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠালগ্ন হতে প্রভাষক ও পরে ১৯৯৭ খ্রিঃ হতে সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ খ্রিঃ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ১৯৮৫ খ্রিঃ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতাসহ পরামর্শ প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
আপডেট: বাংলাদেশ সময় ০২:৪৯ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur