Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / অধ্যাপক রিয়াছত উল্লাহর নবম মৃত্যুবার্ষিকী আজ
অধ্যাপক

অধ্যাপক রিয়াছত উল্লাহর নবম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিযদের সদস্য, অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মতলব ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহর নবম মৃত্যুবার্ষিকী আজ (১৪ সেপ্টেম্বর)।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মতলব বাজার শাহী জামে মসজিদ এবং গ্রামের বাড়ি চরমুকুন্দি জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে সকলের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ছেলে মেলবোর্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় রিসার্চ ফেলো সহযোগী অধ্যাপক আলহাজ মোল্লা মোঃ রাশিদুল হক।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক