চাঁদপুর

অধ্যক্ষ মাও. আবদুর রহমানের ইন্তেকাল

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া (মোহসেনিয়া) সিনিয়র মাদ্রসার সাবেক অধ্যক্ষ ও বিষ্ণুদী শেরে বাংলা আবাসিক এলাকার মিজি বাড়ি নিবাসী মাও. মোঃ আবদুর রহমান মিজি আর বেঁচে নেই। শুক্রবার সকালে ৭.৪৫ মিনিটের সময় চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্বীয় স্বজ্বন রেখে গেছেন।

তাঁর মৃত্মর খবর শুনে মরহুমের ছাত্র, বিষ্ণুদী মাদ্রসার শিক্ষক ও এলাকাবাসী শেষ বারের মতো দেখতে আসেন। এতে আত্বীয় স্বজনদের. কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে এবং গভির শোকের চায়া নেমে আসে।

মরহুমের জানাযার নামাজ বাদ জুমা চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোর-এ-গরিবা জামে মসজিদ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওঃ আবদুল্লাহ।

জানাযার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যন ঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, বাহাদুরপুর দরবার শরীফের খলীফা ও মরহুমের ছাত্র মাও. আবুল বাশার সরদার, আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক প্রফেসর ও মরহুমের ছোট ভাই মাও. আবদুর রশিদ মিজি, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ সেলিম আকবর, বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষক মাওঃ তাহেরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটি অঞ্চল-১২এর প্রচার সম্পাদক মিজানুর রহমান লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
]আনোয়ারুল হক[/author]

: আপডেট ১১:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share