Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্বপ্নতরু’র বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্বপ্নতরুর বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্বপ্নতরু’র বৃক্ষরোপণ কর্মসূচি

‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ এ শ্লোগানে ‘স্বপ্নতরু’ সামাজিক সংগঠনের আয়োজনে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যলয় কলেজ চারা রোপণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে রোববার (৬ আগস্ট) চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ঔষধী, বনজ ও ফলজ গাছ রোপন করা হয়।

স্বপ্নতরুর প্রথম দিনের বৃক্ষরোপনের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার অনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলী, কলেজের উপাধ্যক্ষ মো. শাহআলম, মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌ. দেলোয়ার হোসেন, চাঁসক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. আলাউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহার, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগিতা মো. বেলাল হোসাইন, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক রূপক রায়।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য শরীফুল ইসলাম, মো. মোরশেদ, সদস্য মো. শামীম আহমেদ, মো. শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম বাপ্পি, মো. ইয়াকুব, লোকমান হোসাইন, এইচ এম শামীম, কানিজ ফাতেমা মিতু, আফসানা আক্তার, আয়শা খান, তাসমিয়া মুনতাহা, ফাতেমা আক্তার, আকলিমা আফরিন, রোকসানা আক্তার, পিংকি আক্তার, জেসমিন আয়শাসহ সংগঠনের অন্যান্যরা সদস্যবৃন্দ।

সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ৭: ০০ পিএম, ৬ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply