মতলব দক্ষিণে অদম্য নারী সনদ প্রদান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সনদ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম।
তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের বেগম রোকেয়া দিবসের আবেদনটি ভিন্ন রকমের। ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল। ১০০ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন, তার সংগ্রামের পথযাত্রায় আজকে আমরা এ পর্যায়ে এসে উপনীত হয়েছি।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই- ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী প্রমুখ।আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ ‘অদম্য নারীকে’ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আলোচনাসভার পূর্বে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।এতে অংশ নেন মতলব পৌরসভা।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোস্তফা কামাল পাটওয়ারী, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক,মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, সাংবাদিক সাইফুর রহমান সবুজসহ উপজেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১০ ডিসেম্বর ২০২৫