Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / অতিরিক্ত সচিব হয়েছেন মতলবের আবুল হোসেন
সচিব

অতিরিক্ত সচিব হয়েছেন মতলবের আবুল হোসেন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের কৃতিসন্তান কৃষিবিদ ড.আবুল হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে একই মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব নির্বাচিত হয়েছেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামের মরহুম হাজী আব্দুল করিম মাস্টারের ছেলে।

৪ ভাই ২ বোনের মধ্যে দ্বিতীয়। পারিবারিক জীবনে তিনি স্ত্রী এবং ১ ছেলে ১ কণ্যা সন্তান রয়েছে। শিক্ষা জীবনে তিনি মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি, শেরে বাংলা বিশ্ববিদয়ালয় থেকে বিএজি,ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে এমএজি এবং গাজীপুর থেকে পিএইচডি করার পর খামার বাড়ীতে কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন।সেখান থেকে পদোন্নতি পাওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যুগ্ম সচীব পদে দায়িত্ব পালন করেন তিনি।

গত সপ্তাহে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব হন।তাঁর পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মতলব সরকারি কলেজের সাবেক এজিএস জহিরুল হক ওনার পদোন্নতি হওয়ায় সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৪ এপ্রিল ২০২৪