Home / চাঁদপুর / অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ‘জলতরঙ্গ’কে অর্থদন্ড
অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ‘জলতরঙ্গ’কে অর্থদন্ড

অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ‘জলতরঙ্গ’কে অর্থদন্ড

অতিরিক্ত যাত্রী বহন করে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জল তরঙ্গকে ১২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ এ দন্ডাদেশ দেন।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে চাঁদপুর নৌ-টার্মিনালে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

রাত ১২টায় এমভি জল তরঙ্গ লঞ্চটি চাঁদপুর ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে উপস্থিত হয়। এ সময় নৌ-পরিবহন আইন লঙ্গনের দায়ে ওই লঞ্চ কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। পরে রাত সোয়া ১২টায় লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট ত্যাগ করে।

 

|| আপডেট: ০৩:০৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫