চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবু রহমান পিপিএম (বার) কে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পুলিশ শাখা-১ বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ১৩ জানুয়ারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
মো.মাহবুবুর রহমান ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ইতিপূর্বে দায়িত্ব পালন করেন।
করেসপন্ডেট,৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur