চাঁদপুরের হাজীগঞ্জে অতিবৃষ্টির ফলে রাস্তা ঘাটে প্রায় সময় পানিবন্ধীতে পড়তে হয় পৌরবাসীকে।
বৃহস্পতিবার ২৯ জুলাই বেলা সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত টানা বৃষ্টি শুরু হলে হাজীগঞ্জ পৌরসভার বিশেষ করে হকার্স মার্কেট সাময়িক সময়ে পানিতে ডুবে যায়।
মার্কেটের দু পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও টানা অভিরাম বৃষ্টির ফলে পানি চলাচলে জমাট বেধেছে। যে কারনে হকার্স মার্কেটের চারপাশের চলাচলের রাস্তায় হাটুর উপরে পানিবন্ধী সৃষ্টি হয়।
জানা যায়, একটানা বৃষ্টির পানি জমাট বেধে পৌর হকার্স মার্কেটের প্রায় কয়েকটি দোকানের ভিতরে পানি ডুকে যায়। এর ফলে দোকানের ভিতরে থাকা কিছু মালামাল ভিজে নষ্ট হয়ে যায়।
পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী উজ্জ্বল মিয়া, সুমন ও দ্বিলিপ সাহা বলেন,এমনিতে লকডাউনে দোকান বন্ধ,তার উপর আবার বৃষ্টির পানি দোকানের কিছু অংশে ডুকেছে। আমাদের এবার দূর্ভোগ কোন ভাবেই যেন ছাড়ছে না।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন,‘অতিতে এমন টানা বৃষ্টিতে পানিবন্ধী হলে আমাকে খবর দিত বা আমি নিজেই যেতাম। কিন্তু লকডাউনে মার্কেট বন্ধ ছিল যে কারনে আমি এখন পর্যন্ত কোন ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পাইনি।’
স্থানীয় কাউন্সিলর সুমন তফদার বলেন, ‘পৌর মেয়র আ. স.ম মাহবুব-উল আলম লিপনের নিদ্দেশনায় ১৩ জন পরিচন্ন কর্মীকে সাথে নিয়ে আমরা প্রায় ৪৫ মিনিট অবস্থান নিয়ে বৃষ্টির জমাটবদ্ধ পানি নিষ্কাশন করেছি। তবে কোন দোকানের ভিতরে পানি প্রবেশ করেছে কিনা তা আমার চোখে পড়েনি ‘
জহিরুল ইসলাম জয়, ২৯ জুলাই ২০২১