বাংলাদেশ কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেলের ‘অডিটর’ পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ও পরীক্ষার খাতা ফাঁসকারী চক্রের মুল হোতা সহ মোট ১৫ জনকে আটক করেছে র্যানপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। র্যাব-২ অধিনায়ক (সিও) লে. কর্ণেল মাসুদ রানা বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষা চলাকালীন সময়েই র্যাব-২ ব্যাটালিয়নের কাছে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে। অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযানে নামে র্যাবের গোয়েন্দারা। এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। বিকেলে র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, আজ (শুক্রবার) রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেলের ‘অডিটর’ পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত ৭০ নাম্বারের ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আপডেট : বাংলাদেশ সময় : ১২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ২৬ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৪:২৬ অপরাহ্ন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur