আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ৯নং ওয়ার্ডে সদস্য পদে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এ ওয়ার্ডে ৮ প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন।
এর মধ্যে বাগাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কলন্তর গাজীর নাতি হিসেবে ‘অটোরিক্সা’ প্রতীক নিয়ে মো. ফারুক আহমেদ কাকন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এ ওয়ার্ডে আরো ৭ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন বিপ্লব সরকার, রফিক আহমেদ তালুকদার, মো. খাজা আহমেদ ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আহসান হাবিব ও মো. মানিক মিয়া।
এ ৭ প্রার্থীর মধ্যে নির্বাচনী শেষ প্রচারণায় ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন মো. ফারুক আহমেদ কাকন।
প্রসঙ্গত, মো. ফারুক আহমেদ কাকন ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করে বর্তমানে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছে। ২০১১ সালে ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০১৬ সালের ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। দল থেকে অন্য প্রার্থী দেওয়ায় দলকে সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এছাড়াও মো. ফারুক আহমেদ কাকন বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ ও বিদ্যালয়ের সাথে জড়িত।