অটোরিক্সা নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশে ৫০ হাজার লোক নিয়োগ

‎Thursday, ‎23 ‎July, ‎2015  08:07:27 PM

চাঁদপুর টাইমস ডেস্ক:

মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশে শিগগিরই ৫০ হাজার সদস্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে প্রতিটি উপজেলায় পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় যানবাহন দেয়ার জন্য যানবাহন ক্রয়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে গিয়ে মন্ত্রী প্রথমে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, পুলিশ সুপার শাহ জালাল, উপজেলা চেয়ারম্যন রফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোছাদ্দেক হোসেন মানিক সঙ্গে ছিলেন।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share